অনাস্থা ভোট উতড়ে গেলেন ট্রুডো
অনাস্থা ভোট উতড়ে গেছেন কানাডার সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে জয়ের মাধ্যমে তিনি এই গ্রীস্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়াতে সক্ষম হয়েছেন।
দেশটির হাউস অব কমন্সে প্রস্তাবিত বাজেট অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন ২১১ জন এবং বিপক্ষে ভোট পড়েছে ১২১টি।গত এপ্রিলে প্রস্তাবিত ওই বাজেটের আওতায় তিন বছরের বেশি সময়ে জন্য ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার (১১১ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়।