রাজউকের কাঁধেই হাতিরঝিল রক্ষণাবেক্ষণের ভার
রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র হাতিরঝিল। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকে এর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (এসডব্লিউও)। আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এরপর হাতিরঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীর কাছ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতে যাবে। অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) এ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিল, তবে ইতিবাচক সাড়া মেলেনি।