প্রতিদ্বন্দ্বিতা নেই, তবুও সহিংসতা
নিকট অতীতেও দেশে যেকোনো নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকারের প্রাথমিক স্তরের ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো; কিন্তু সম্প্রতি নির্বাচন ‘একতরফা’ হওয়ায় ভোটারদের কাছে আকর্ষণ হারিয়েছে। নির্বাচন এখন আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহনী ‘একতরফা’ এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মধ্যরাতে ব্যালটবাক্স ভরার বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) কিছু করতে পারেনি। বরং এ অপকর্মের সহযোগী ছিল বলে অভিযোগ আছে। একই সাথে স্থানীয় অনেক নির্বাচনও একই কায়দায় অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে।