চীন দাপিয়ে বেড়ানো বুনো হাতির পাল নিয়ে কেন বিভ্রান্ত বিশ্বের বিজ্ঞানীরা
হাতি স্বভাবগতভাবে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এবং হাতি বিশেষজ্ঞ যারা প্রতিদিন এর আচরণ নিয়ে গবেষণা করেন, তারা হাতির চরিত্র ও আচরণ সম্পর্কে যথেষ্ট খোঁজখবর রাখেন।
কিন্তু চীনে একপাল বিপন্ন প্রজাতির বন্য হাতির আচরণ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সম্পূর্ণ হতবুদ্ধি করে দিয়েছে।
শুধু তাই নয়, চীন জুড়ে দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটির কর্তৃপক্ষও এই হাতির পাল ও তাদের দীর্ঘ যাত্রা নিয়ে রীতিমত উৎসুক। খবরের কেন্দ্র জুড়ে রয়েছে এখন এই হাতির পাল।
হাতিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা অস্বাভাবিক কোন ব্যাপার নয়। কিন্তু সেটা সচরাচর হয় খুবই কম দূরত্বের পথ।