নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরে চোরাই গরু জবাই করে বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে তাদরেকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন, ওই দোকানের কর্মচারী বারহাট্টা উপজেলার বাভনিকোনা গ্রামের ডিপজল মিয়া (২৭) ও একই উপজেলার সিংধা ইউপির ধিরেন্দ্রপুর গ্রামের আব্দুল আওয়াল (৩০)। সোমবার সন্ধ্যায় উপজেলার পৗরশহরের কাচারি রোডের আলিম মিয়ার মাংসের দোকান থেকে তাদের আটক করে বারহাট্টা থানার পুলিশ।