বর্ষায় কাপড়ের গন্ধ দূর করতে করণীয়
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ জুন ২০২১, ১৪:৫৬
বর্ষাকালে আবহাওয়া স্যাঁতসেঁতে থাকার কারণে ভেজা কাপড় সহজে শুকাতে চায় না। এজন্য সহজে মানুষ কাপড় কাচতে চায় না। কাপড় কাঁচলে তা সহজে শুকাতে চায় না। পরে ওই কাপড় থেকে তৈরি হয় ছত্রাক, বের হয় গন্ধ। এজন্য বর্ষাকালে কাপড় শুকানোর ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক হতে হবে।