![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252F253477cc-fbf7-4f3c-9f26-64aedb9ab4f5%252FRajshahi_DH0670_20210611_IMG_2808__11_06_2021_26.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
লকডাউনেও কমছে না করোনা সংক্রমণ
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুন ২০২১, ০৯:৩৪
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দেশের সীমান্তবর্তী, উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় লকডাউন জারি করে স্থানীয় প্রশাসন। আংশিক এলাকায় জারি করা এসব লকডাউনে সংক্রমণ কমেনি, কোথাও কোথাও বেড়েছে। অবশ্য দু–এক জায়গায় পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে নজরদারির অভাবেই এমনটি হয়েছে। সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেও দায়ী করেছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। তাই ওই সব এলাকায় শনাক্ত ও মৃত্যুর হার কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। অনেকে ঢিলেঢালা এসব লকডাউনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে