মেয়ের সাহায্যে প্রতিবন্ধী বাবার পথচলা
আষাঢ়ের দুপুর। মেঘের আড়ালে সূর্য লুকালেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। প্রকৃতির এমন রূপকে অগ্রাহ্য করেই হুইলচেয়ারে বসা এক ব্যক্তিকে ঠেলে নিয়ে ঠাকুরগাঁও শহরের রাস্তায় রাস্তায় ঘুরছে এক শিশু। আগ্রহ নিয়ে এগিয়ে গেলে কায়দা করে হুইলচেয়ারটি থামিয়ে মেয়েটি জানাল, তার নাম রোকাইয়া আক্তার। আর হুইলচেয়ারে বসা মানুষটি তার বাবা এনামুল হক।
প্রতিবন্ধী বাবার ওষুধ আর সংসারের খরচ জোগাড় করতে বাবাকে হুইলচেয়ারে বসিয়ে আর্থিক সাহায্যের জন্য ঠাকুরগাঁও শহরে আসে রোকাইয়া। বাজারের অধিকাংশ ব্যবসায়ীদের কাছেই রোকাইয়া আর তার বাবা চেনামুখ। কারণ, বছর তিনেক ধরে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এ কাজ করে আসছে মেয়েটি।