![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/06/21/og/180435_bangladesh_pratidin_BOGRA-PIC-(5)-21-06-2021.gif)
আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার অসামী আজিজুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আজিজুল উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে। এর আগে গত ২৫ মে ওই গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেছিলেন।