ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে বিক্ষোভ
ব্রাজিলে করোনা মোকাবিলায় ব্যর্থ প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর অভিশংসন ও কারাবাসের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। ব্রাজিলের রিও ডি জেনিরো ও সাও পাওলো শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজারো নাগরিকের ঢল নেমেছে। প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক ব্যানার-ফেস্টুন ও কার্টুনে তারা জাইয়া বলসোনারো ও তার পরামর্শক চিকিৎসক নিসে ইয়ামগুচির তীব্র নিন্দা জানাচ্ছেন।
বিক্ষুব্ধ নাগরিকদের অভিযোগ, জাইয়া বলসোনারোর প্রশাসন সংক্রমণ ঠেকাতে চূড়ান্ত ব্যর্থ। লাখো লাখো মানুষের মৃত্যুর পরও টিকাদান কর্মসূচি জোরদার করতে প্রেসিডেন্টের মাথাব্যথা নেই। করোনাভাইরাস মহামারির পর ব্রাজিলে ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যা বিচারে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।