You have reached your daily news limit

Please log in to continue


ইসলামে সহনশীল হওয়ার শিক্ষা

গণমাধ্যমে প্রকাশ, মানুষ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে এবং তাদের আচরণে তা নানাভাবে প্রকাশ পাচ্ছে। যেমন এখন মানুষ খুন করেই থামছে না, নিহত ব্যক্তিকে টুকরা টুকরা করছে। আর করছে নিজের স্ত্রী বা স্বামী, বন্ধু ও আপনজনরাই। তার সবচেয়েও বড় কারণ হলো মানুষের আল্লাহবিমুখতা ও পরকালীন জবাবদিহির চিন্তা লোপ পাওয়া।

পবিত্র কোরআনের ভাষ্যমতে, মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়, তখন আল্লাহ তাদের হিতাহিতজ্ঞান লোপ করেন। ফলে তাদের দ্বারা আত্মঘাতী ও হিংসাত্মক কাজ সংঘটিত হয়। আল্লাহ বলেন, ‘তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদের কথাও ভুলিয়ে দিয়েছেন।’ (সুরা হাশর, আয়াত : ১৯)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন