You have reached your daily news limit

Please log in to continue


মান্দায় বেড়েছে চুরি

নওগাঁর মান্দা উপজেলায় সম্প্রতি বেড়েছে চোরের উপদ্রব। কোনোভাবেই চোরদের দৌরাত্ম থামানো যাচ্ছে না। চোরেরা যেন চুরির অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে এই উপজেলাকে। গবাদিপশু, দোকানের মালামাল, অটোরিকশা, শ্যালোমেশিন, মোটরসাইকেল, স্বর্ণালংকার কোনোকিছুই ছাড়ছে না চোরের দল। এ বিষয়ে একাধিক অভিযোগ করা হলেও কোনোভাবেই চোরের উপদ্রব না থামায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।

জানা গেছে, গত বছরের ২৬ অক্টোবর মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) যোগ দেন শাহিনুর রহমান। এরপর গত আট মাসে উপজেলায় অন্তত ১৫টি গরু, বেশকিছু দোকান এবং মাঠের ৬টি শ্যালোমেশিনসহ অনেকগুলো চুরির ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন