You have reached your daily news limit

Please log in to continue


মদ-জুয়া বন্ধ করেন বঙ্গবন্ধু, চালু করেন জিয়া : শেখ সেলিম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বোট ক্লাব হয়েছে, জিয়াউর রহমান তো স্টিমার ক্লাব করেছিলেন। মদ-জুয়া বাংলাদেশে বন্ধ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। পরে জিয়াউর রহমান এ মদ-জুয়ার লাইসেন্স দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শেখ সেলিম।

চিত্রনায়িকা পরী মণির ঘটনার সূত্র ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু পয়েন্ট অব অর্ডারে আলোচনায় বলেন, কয়েক দিন ধরে একজন চিত্রনায়িকার বিষয়ে আলোচনা হচ্ছে। উত্তরা বোট ক্লাবে যে ঘটনা ঘটেছে, সেই বোট ক্লাব কে করেছে? এই ক্লাবের সদস্য কারা হন? শুনেছি ৫০-৬০ লাখ টাকা দিয়ে এর সদস্য হতে হয়। এত টাকা দিয়ে কারা এর সদস্য হন? আমরা তো সারা জীবনে এত টাকা ইনকামও করি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন