উল্লাপাড়ায় গলায় বাঁশ ঢুকে কিশোরের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলতে নিয়ে গলায় বাঁশ ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পঞ্চক্রোশী ইউপির বন্যাকান্দি বাজার সংলগ্ন মনিরপুর গ্রামের বাঁশঝাড়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার পঞ্চক্রোশী ইউপির মনিরপুর গ্রামের বাবু সরকারের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস জানান, বন্যাকান্দি বাজার সংলগ্ন মনিরপুর গ্রামের ওমর আলীর বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচের মাঠে বুধবার বিকেলে ৪-৫ জন কিশোর ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে মাঠের মাঝে হেলে থাকা বাঁশের দিকে শুভ ঝুঁকে পড়লে বাঁশের সামনের অংশ গলায় ঢুকে যায়। স্থানীয়রা বাঁশটি গলা থেকে বের করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে শুভ মারা যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে