মুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে প্রত্যাবর্তনের পরই BJP-র বহু নেতাই বেসুরো হয়েছেন। যার জেরে দলবদলের জল্পনা ক্রমশ জোরালো হয়েছে। মুকুল রায় নিজেই বলেছেন, তিনি বহু নেতার সঙ্গে কথা বলেছেন। তাহলে কি মুকুলের হাত ধরে গেরুয়াশিবিরে ভাঙন ধরছে? এই জল্পনায় এবার নয়া মাত্রা যোগ করল মুকুল-পুত্রের মন্তব্য। শুভ্রাংশু রায় (Subhranshu Roy) দাবি করেছেন, ২৫ জন BJP বিধায়ক ও ২ সাংসদ তৃণমূলে সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা শীঘ্রই দলববদল করবেন। শুভ্রাংশু রায়ের এই মন্তব্য ঘিরে জোরদার চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।
You have reached your daily news limit
Please log in to continue
'তৃণমূলে যোগ দিতে পারেন ২৫ BJP বিধায়ক, ২ সাংসদ'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন