নভোচারী নিয়ে চীনা রকেটের যাত্রা আজ
নভোচারী নিয়ে চীনের রকেটের আজ মহাকাশের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। দেশটির তৈরি চীনের মহাকাশ সংস্থা এ খবর জানিয়েছে, নতুন মহাকাশ স্টেশনে এটি তাদের প্রথম মনুষ্যবাহী রকেট মিশন।
গত পাঁচ বছরের মধ্যে এটি চীনের দীর্ঘমেয়াদি মনুষ্য মিশন। ক্রুরা স্টেশনে তিন মাস অবস্থান করবেন। মহাকাশ স্টেশনে তাদের প্রত্যেকের থাকার আলাদা মডিউল রয়েছে। তবে বাথরুম, ডাইনিং, ডাউনিং এরিয়া ও যোগাযোগকেন্দ্র ভাগাভাগি করে ব্যবহার করতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মহাকাশ যান
- নভোচারী
- চীনা রকেট