১২ কোটি টাকা অনুদান পেল যেসব সিনেমা

এনটিভি প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১১:৫০

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২৩৮টি আবেদন যাচাই-বাছাই শেষে ২০২০-২১ অর্থবছরে ২০টি সিনেমার জন্য মোট ১২ কোটি ২০ লাখ টাকার সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল (১৫ জুন) এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে।


জানা গেছে, এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টিসহ মোট ২০টি সিনেমাকে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা গত বছর ছিল ১৬টি। মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’। সিনেমাটির কাহিনি লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ (শেখ মারুফ)। একই শাখায় যথাক্রমে ৬০ ও ৬৫ লাখ টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে প্রযোজক ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘সাড়ে তিন হাত ভূমি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও