বিয়ের ৩ দিন পর লাশ হয়ে বাবার বাড়ি ফিরল ঋতু
হাতের মেহেদির রঙ না মুছতেই বিয়ের মাত্র তিন দিনের মাথায় আশুলিয়ায় ঋতু আক্তার (১৯) নামে এক তরুণী শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরল বাবার বাড়িতে। নিহত তরুণী আশুলিয়ার খেঁজুরটেক এলাকার আবুল হোসেন বাবুর মেয়ে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিশ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় তরুণীর স্বামী রুবেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘ দিন ধরে ঋতু আক্তার ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোল্লা বাড়ির রুবেল মোল্লার প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ জুন তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর মঙ্গলবার ঋতু আক্তারের বাবার বাড়িতে আসার কথা ছিল। ঋতুর বাবাও মেয়েকে বাসায় আনার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে