সেই শিশুর লাশ মিলল সেপটিক ট্যাংকে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি মধ্যপাড়ার জেলে পাড়ার প্রদীপ মালো সরকারের চুরি হওয়া আড়াই বছরের শিশু মনিষা সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে পাশের বাড়ি তারাপদ মালোর সেপটিক ট্যাংক থেকে মনিষা সরকারের লাশ উদ্ধার করা হয়। এসময় ওই স্থান থেকে একটি ছুরি ও কেচি জব্দ করে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, শিশু কন্যা চুরির ঘটনায় সোমবার একটি মামলা হয়। মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান মঙ্গলবার বেলা দেড়টার সময় বাদির বাড়ির পাশে তারাপদ মালোর সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে