আষাঢ়ের প্রথম দিনে প্রকৃতিতে দোল খাচ্ছে কদম ফুল
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১৬:৩৭
আষাঢ়ের প্রথম দিনে প্রকৃতিতে দোল খাচ্ছে কদম ফুল। বর্ষা এলে গাছে গাছে এই ফুলের সমারোহ দেখা যাওয়ায় অনেকে একে বাদল দিনের ফুল বলেন। কবি-সাহিত্যিকরা বর্ষা এলেই কদম ফুলের বন্দনা গীতে কাব্য রচেন। এক সময় বাজার মূল্য না থাকায় শুধু জ্বালানি হিসেবে ব্যবহার হত এই কদমগাছ। জন্মও হত প্রাকৃতিকভাবেই।
বর্তমানে কদমের সুদিন ফিরে আসতে শুরু করেছে। যান্ত্রিকতার ছোঁয়ায় তৈরী হচ্ছে পারটেক্স। আসবাবপত্র ও ঘর সাজাতে এই পারটেক্স তৈরীর অন্যতম উপদান হচ্ছে এখন কদম কাঠ। তাই দিন দিন এর চাহিদা ও বাজারমূল্য বাড়ছে। প্রাকৃতির ওপর নির্ভর না করে অনেক নার্সারিতেই এখন কমদগাছের চারা পাওয়া যাচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বর্ষার ফুল
- আষাঢ়
- কদম তলে