![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/13/tite-130621-01.jpg/ALTERNATES/w640/tite-130621-01.jpg)
ব্রাজিলে কোপা আয়োজনে না করেছিলাম: তিতে
করোনাভাইরাসের নাজুক পরিস্থিতিতে দেশের মানুষের বিরোধীতা ও তীব্র সমালোচনার পরও ব্রাজিলে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। টুর্নামেন্ট শুরুর আগের দিন আবারও কনমেবলের সমালোচনা করে এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ব্রাজিল কোচ। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই দেশটিতে মহাদেশীয় প্রতিযোগিতাটি আয়োজন করতে নিষেধ করেছিলেন বলে জানালেন তিনি।