![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frabada-20210613092310.jpg)
আড়াই দিনেই ক্যারিবীয়দের হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা
নিজেদের ঘরের মাঠে বিব্রতকর এক পরাজয়ের সম্মুখীন হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আড়াই দিনও খেলতে পারেনি ক্যারিবীয়রা। মাত্র সাত সেশনেই ম্যাচ জিতে নিয়েছে প্রোটিয়ারা।