ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ ঘিরে বাংলাদেশ দলে বিভক্তি!
ইউরো কাপে রাতে মুখোমুখি হচ্ছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচ ঘিরে বিভক্তি তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় দলে। অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী, তারিক কাজী ফিনল্যান্ডের। দুই প্রবাসী ফুটবলার কিছু সময়ের জন্য হয়ে যাচ্ছেন একে অপরের প্রতিপক্ষ।
দোহা থেকে তারিক কাজী জাগো নিউজকে বলেছেন, ‘এই ম্যাচে আমি অবশ্যই ফিনল্যান্ডকে ফেবারিট ভাবছি। জামাল অবশ্যই ডেনমার্ককে সমর্থন করবে। ম্যাচটি দেখার জন্য অপেক্ষা করছি।’