![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/12/kylian-mbappe-wissam-ben-yedder-120621-01.jpg/ALTERNATES/w640/kylian-mbappe-wissam-ben-yedder-120621-01.jpg)
ইউরোয় মৃত্যুকূপে ফ্রান্স: বেন ইয়েদের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২১, ১৬:৩০
এবারের ইউরোর ড্রয়ের পর থেকেই ‘এফ’ গ্রুপকে বলা হচ্ছে মৃত্যুকূপ; তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও গতবারের শিরোপাজয়ী পর্তুগালের সঙ্গে আছে গেলবারের রানার্সআপ ফ্রান্স। অভিযান শুরুর আগে পুরনো সেই কথাই বললেন ফরাসি স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের। এমন কঠিন গ্রুপের বাধা পেরুতে তাই শুরুটা ভালো করা খুব প্রয়োজন বলে মনে করেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- আত্মঘাতী
- ইউরো কাপ ফুটবল