জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ
জনসন অ্যান্ড জনসনকে কয়েক কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার এমন নির্দেশ দেয় সংস্থাটি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মোট ৬ কোটি ভ্যাকসিনের ডোজ ফেলা দিতে বলা হয়েছে জনসন অ্যান্ড জনসনকে। সেই সাথে দুই ব্যাচের ১ কোটি ভ্যাকসিন প্রয়োগের জন্য অনুমোদনও দেয়া হয়েছে।