![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/korona-death-20210612095231.jpg)
২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ ছিল।
করোনায় মারা যাওয়া একমাত্র রোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই রাজশাহীর।