![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnovak-nadal-20210612085850.jpg)
ক্লে কোর্টের রাজাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ
ফ্রেঞ্চ ওপেনের রাজাধিরাজ রাফায়েল নাদাল। লাল মাটির ক্লে কোর্টে একচ্ছত্র আধিপত্য তার। ওপেন টেনিসের এই গ্র্যান্ড স্লামে অন্তত পরিষ্কার ফেবারিটি হিসেবেই মাঠে নামেন স্প্যানিশ তারকা নাদাল।
চলতি আসরের সেমিফাইনালেও বাজির দর ছিল নাদালের পক্ষেই। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের বিপক্ষেও সবাই এগিয়ে রেখেছিলেন নাদালকেই। ম্যাচের শুরুটাও তেমনভাবেই করেছিলেন নাদাল।