Covid 19: কোভিড আক্রান্ত শিশুদের দেওয়া যাবে না রেমডেসেভিয়ার, নির্দেশিকা কেন্দ্রের
কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকায় রেমডেসেভিয়ার প্রয়োগ করার সুপারিশ করা হয়নি। এইচআরসিটি ইমেজিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকাতে বলা হয়েছে, উপসর্গহীন ও মৃদু উপসর্গ থাকা কোভিড আক্রান্ত শিশুদের জন্য স্টেরয়েড ক্ষতিকারক। তবে কঠোর তদারকিতে কেবলমাত্র গুরুতর ও অতি গুরুতর রোগীকে হাসপাতালেই স্টেরয়েড দেওয়া যেতে পারে। স্টেরয়েড সঠিক সময়ে, সঠিক ডোজ এবং সঠিক সময়কালের জন্য ব্যবহার করা উচিত। হাসপাতালের বাইরে স্টেরয়েড নেওয়া অবশ্যই এড়াতে হবে।