দেশজোড়া কোভিড অতিমারির (Covid-19 Pandemic) দুর্দশার মাঝেই, সুখবর দিল বিশ্বব্যাঙ্ক ( World Bank)। সারা বিশ্বের নিরিখে, বড় অর্থনীতির দেশ হিসেবে, দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির (Economic Growth) প্রশ্নে দ্বিতীয় স্থানে ভারত। প্রথমে রয়েছে চিন। World Bank এর হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে চলেছে ৮.৩ শতাংশ। এগিয়ে থাকা চিনের সঙ্গে ব্যবধান মাত্র ০.২ শতাংশের। চলতি বছরের জানুয়ারি মাসে, World Bank এর করা সমীক্ষা অনুযায়ী অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাব্য হিসাব ছিল ৫.৪ শতাংশ। যা বর্তমান হিসাবের চেয়ে ২.৯ শতাংশ কম। যদিও এই বছরের এপ্রিল মাসেই World Bank যে সমীক্ষা দিয়েছিল, তাতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা ছিল ১০.১ শতাংশ। যা বর্তমান সমীক্ষার চেয়ে প্রায় ১.৭% বেশি। সব মিলিয়ে Covid-19 পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ চালকের আসনে থাকবে-- এমনটাই মনে করা হচ্ছে।
You have reached your daily news limit
Please log in to continue
আর্থিক বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় ভারত, সামনে শুধু চিন!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন