![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fshahab-uddin-20210609211445.jpg)
‘২০২২ সালের জুনে বাজারে মিলবে পাটের বায়োডিগ্রেডেবল পলিথিন’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জুন ২০২১, ২১:২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘কিছু সীমাবদ্ধতার কারণে এখনো পাট থেকে বাজারজাতকরণের মতো বায়োডিগ্রেডেবল পলিথিন প্রস্তুত করা সম্ভব হয়নি। উদ্ভাবকরা ২০২২ সালের জুনের মধ্যেই এটা করতে সক্ষম হবে বলে জানিয়েছেন।’