![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsupreme-court-bd-new-20210609185947.jpg)
সিরিজ বোমা হামলা : জেএমবি নেতা সালাহ উদ্দিনের জামিন মেলেনি
সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার দিনে হবিগঞ্জে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সালাহ উদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেস রিজেক্ট) করা হয়েছে।