![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Jun/09/1623227379050.jpg&width=600&height=315&top=271)
জামাল-রহমত-বিপলু নিষিদ্ধ, নেতৃত্ব দিবেন কে?
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের এখন একটি ম্যাচ বাকি। ১৫ জুন কাতারের দোহায় ওমানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু নিজেদের শেষ ম্যাচটি খেলতে পারবেন না ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। আগের ম্যাচগুলোতে দুটি হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। তার সঙ্গে একই কারণে মাঠের লড়াইয়ে নিষিদ্ধ হয়েছেন রহমত মিয়া ও বিপলু আহমেদ। খবরটি নিশ্চিত করেছেন কোচ ডেমি ডে।
মিডফিল্ডার মাসুক মিয়া জনি ইনজুরির কারণে আগেই দর্শক হয়ে বসে আছেন। সঙ্গে দলে নেই সোহেল রানাও। ফলে তিন গোলকিপার ছাড়া কোচের হাতে এখন মাত্র ১৭ ফুটবলার। তাই চিন্তার ভাঁজ পড়েছে জেমি ডে’র কপালে।