You have reached your daily news limit

Please log in to continue


সীমান্তের জেলা থেকে ফোন বেশি আসছে

সীমান্তের জেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেখানকার লোকজনের মধ্যে আতঙ্কও বাড়ছে। এসব জেলা থেকে করোনাসংক্রান্ত বিষয়ে সরকারি স্বাস্থ্য বাতায়নের নম্বরে ফোন করে টেলিমেডিসিন সেবা নেওয়ার সংখ্যা বেড়েছে। তথ্য বলছে, সীমান্তের ২১টি জেলার মানুষ টেলিমেডিসিন সেবা বেশি নিচ্ছেন। বাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশাপাশি করোনার উপসর্গ নিয়েও অনেকে ফোন দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট শনাক্ত রোগী থেকে সুস্থ হওয়া এবং মৃত ব্যক্তিদের বাদ দিলে গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন রোগী ছিলেন ৪৭ হাজার ৬৭ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৮৩ জন, বাকি ৪৩ হাজার ৯৮৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ, বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীদের সাড়ে ৯৩ শতাংশই চিকিৎসা নিচ্ছেন বাড়িতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন