![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F08%2Fsreenagar-thana.jpg%3Fitok%3Dtrjh-o8B)
ছেলেকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের দোকানে বাবার ছুরিকাঘাতে ছেলে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত বাবা গিয়াস উদ্দিন বেপারীর (৬০) বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার দিনগত রাতে নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। পরে বিকেলে বাবা গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানো হলে তিনি বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবু জায়েদ মো. নাজমুন নুর গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ওই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।