বিশ্ব ফুটবলে এ প্রজন্মের সেরা তারকা কে? বেশিরভাগ ফুটবলপ্রেমীই বলবেন লিওনেল মেসির নামটি। আর্জেন্টাইন খুদেরাজের মুকুটে এত এত অর্জন, তার সঙ্গে আসলে এশিয়ার কারও তুলনা করাই বাড়াবাড়ি।
তবে না চাইলেও ভারতের সুনিল ছেত্রীর নামটি আসছে মেসির সঙ্গে। একটা জায়গায় যে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে ছাড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ক। সেটা হলো আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যা।