করোনায় হারানো স্বাদ-গন্ধ ফিরে পাবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুন ২০২১, ১১:৩৮
করোনা সংক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবেই স্বাদ-গন্ধ হারানোর লক্ষণ প্রকাশ পায়। যা অ্যানোসিমিয়া নামে পরিচিত। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে করোনা সংক্রমণের প্রাথমিক এবং একমাত্র এই লক্ষণটিই প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণে গন্ধ বা স্বাদ হারানোর বিষয়টি উদ্বেগজনক। কারণ এটি দীর্ঘস্থায়ীও হতে পারে!
বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে, রোগী করোনামুক্ত হওয়ার পর মুখের স্বাদ শিগগিরই ফিরে এসেছে; কিন্তু তারা কোনো গন্ধই টের পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাল শ্বাস-প্রশ্বাসের সংক্রমণের পরে গন্ধ হারানো নতুন কিছু নয়। তবে করোনা সংক্রমণের ফলে স্বাদ-গন্ধ হারানোর বিষয়টি মোটেও সাধারণ বিষয় নয়।