টানা বর্ষণে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা
টানা ভারি বর্ষণে বান্দরবানে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসে রাস্তায় পাহাড়ের মাটি ও পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে বান্দরবান শহর ও এর আশপাশের লোকজন। তবে ঝুঁকিতে থাকলেও পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি।
স্থানীয়রা জানান, শনিবার (৫ জুন) থেকে বান্দরবান জেলা শহরসহ আশপাশের এলাকাগুলোতে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। তবে রোববার (৬ জুন) সকাল ৯টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আশঙ্কা
- পাহাড়ধস
- টানা বর্ষণ