অর্থের বিনিময়ে নিরপরাধকে জেলে পাঠানো দুর্ভাগ্যজনক : হাইকোর্ট
অর্থের বিনিময়ে হোক বা অন্য যেকোনো কৌশলে মূল অপরাধের আসামি নিজেকে বাঁচিয়ে নিরপরাধ ব্যক্তিকে জেলে রাখার ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমির পরিবর্তে নিরপরাধ মিনুর জেল খাটার বিষয়ে শুনানির সময় রোববার (৬ জুন) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন।