![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flabhlu-20210606143711.jpg)
আসছে সালাহউদ্দিন লাভলুর ‘দ্য ডিরেক্টর’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুন ২০২১, ১৪:৩৭
দেশের স্বনামধন্য পরিচালক সালাহউদ্দিন লাভলু। নাটক নির্মাণে তার মুন্সিয়ানা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‘মোল্লাবাড়ির বউ’ নামে সিনেমা দিয়েও দেশের দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।
এবার তিনি হাজির হতে যাচ্ছেন নতুন ধারাবাহিক নাটক নিয়ে। এ নাটকের নাম ‘দ্য ডিরেক্টর’। এটি ৮ জুন থেকে প্রচার হবে চ্যানেল আইতে। রচনা করেছেন কাজী শাহিদুর ইসলাম।