![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/Cattle-thieves-kill-66-villagers-in-Nigeria-2106060836.png)
নাইজেরিয়ায় গরু চুরি করতে গিয়ে ৬৬ জনকে হত্যা
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গরু চুরি করতে গিয়ে সাতটি গ্রামে হামলা চালিয়ে ৬৬ জনকে হত্যা করেছে একটি চক্র। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কিববেই প্রদেশে এ ঘটনা ঘটে। কিববেই পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাতটি গ্রামে আক্রমণ চালায়। খবর এএফপির
আবুবকর বলেন, হামলায় ৬৬ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রামে এই হামলা চালায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গরু চুরি
- মানুষ হত্যা
- চোর চক্র