সীমান্ত এলাকায় বাড়ছে করোনা রোগী, শয্যা ও আইসিইউ সংকট
দেশের সীমান্তবর্তী জেলাসহ উত্তর ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে করোনায় সংক্রমণ, শনাক্ত ও মৃত্যু বেড়ে গেছে। বিভিন্ন জেলায় করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অনেক হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকছেন। শেষ মুহূর্তে হাসপাতালে এসে ভর্তি
হচ্ছেন অনেকে। তাঁদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। অনেক রোগী চাহিদা অনুযায়ী নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সেবা পাচ্ছেন না। করোনা সংক্রমণ বাড়তে থাকায় দুটি জেলা সম্পূর্ণ এবং সাতটি জেলায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি জেলাতে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে লকডাউন ঘোষিত এলাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষ উদাসীন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সীমান্তসহ কয়েকটি জেলায় করোনা পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনতে না পারলে সামনে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন। পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন তাঁরা।