কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তি ও স্বাধীনতার রক্ষাকবচ

বার্তা২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২১, ০৮:০৭

ঐতিহাসিক ছয় দফা বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার রক্ষাকবচ। এর মাঝেই বাঙালি জাতি  যাবতীয় শোষণ অত্যাচার, নিপিড়ন, বৈষম্য থেকে মুক্তির জয়গান গাওয়ার স্বপ্ন দেখে। বাঙালির সেই  স্বপ্ন দ্রষ্টা শেখ মুজিব হয়ে উঠেন বাঙালির  অসাংবাদিত নেতা। ভালবাসার স্পন্দনে গ্রহণ করেন বঙ্গবন্ধু উপাধি, দেখান স্বাধীনতার স্বপ্ন।  কৃষক, শ্রমিক, জনতা তাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুর দেওয়া বাঙালির এই  ম্যাগনা কার্টা। জাতি ফিরে পায় এক নব চেতনা। যেই চেতনায়  বাঙালীকে এনে দেয় মুক্তি, এনে দেয় স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায়:


ছয় দফা বাংলার শ্রমিক–কৃষক, মজুর–মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ, ছয় দফা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার, ছয় দফা মুসলিম–হিন্দু–খ্রিস্টান–বৌদ্ধদের নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমায় আত্মপ্রকাশ আর আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি...। ছয় দফার সংগ্রাম আমাদের জীবন–মরণের সংগ্রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও