পশ্চিমবঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বাতিলের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

ইত্তেফাক পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৫ জুন ২০২১, ২১:১০

করোনাকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিলের সুপারিশ করেছে পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ কমিটি। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল রাজ্য সরকার। সেই কমিটিই রাজ্যের করেনা পরিস্থিতি পর্যালোচনা করে তাদের রিপোর্ট পেশ করেছে।


বর্তমান পরিস্থিতিতে রাজ্যে মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে এই কমিটি রাজ্যকে রিপোর্ট দিয়েছে। তবে পরীক্ষা না নিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের মেধার মূল্যায়ন সম্ভব, তা নিয়ে নিজেদের মতামত জানিয়েছে এই কমিটি। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিলের সুপারিশ করা হয়েছে মাত্র। এখনও এব্যাপারে পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও