এক ইউনিয়নে ৯ ইটভাটা, কমছে ফসলি জমি নষ্ট হচ্ছে গাছপালা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একের পর এক গড়ে উঠছে ইটভাটা। এতে কমে আসছে ফসলি জমি। ভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতি হচ্ছে ফসল ও গাছপালার। রয়েছে স্বাস্থ্যহানির আশঙ্কা। নতুন ভাটা স্থাপনের কাজে ট্রাক্টরে মালামাল আনা-নেয়ার কারণে ভেঙে যাচ্ছে সড়কও। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা।
শনিবার (৫ জুন) আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে তথ্য সংগ্রহকালে জানা গেছে, এ উপজেলায় মোট ১১টি ইটভাটা গড়ে উঠেছে। যার বেশিরভাগই অনুমোদন নেই। চর আমানুল্যাহ ইউনিয়নেই রয়েছে ৯টি ভাটা। এর মধ্যে সাতাশদ্রোন গ্রামে আড়তদার আবুল কাশেমের রয়েছে চারটি ইটভাটা।