করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়ছে দিল্লিতে
করোনামুক্ত হলেও পরবর্তী শারীরিক জটিলতা ক্রমশ বাড়ছে ভারতের রাজধানী দিল্লির মানুষের মাঝে। এর ফলে দিল্লির হাসাতালগুলোর বহিঃবিভাগে (ওপিডি) প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এনডিটিভি জানায়, প্রতিদিন ওপিডি বিভাগে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন রোগী আসছেন, যারা সদ্য করোনামুক্ত হয়েছেন কিন্তু তাদের প্রত্যেকেরই শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। করোনার সংক্রমণের প্রথম ঢেউয়ে করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতা দেখা দিলেও তা দ্বিতীয় ঢেউয়ের মতো বড় আকার ধারণ করেনি। চলতি বছরে করোনা পরবর্তী শারীরিক জটিলতার উপসর্গগুলিও যথেষ্ট উদ্বেগজনক যার জেরে সুস্থ হওয়ার পরেও বহু রোগীকে অক্সিজেন সাপোর্টে পর্যন্ত রাখতে হচ্ছে।