ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহকারীদের দেওয়া ভুল তথ্যের কারণে সরকারি খাতায় তিনি এখন ‘মৃত’। নিজের বয়স্ক ভাতা ফিরে পাওয়ার আশায় ১০৭ বছর বয়সে এসে প্রায় এক বছর ধরে এই বৃদ্ধ নিজেকে জীবিত প্রমাণ করতে সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন। যাঁরা তাঁকে ‘জীবিত’ বলে প্রত্যয়ন করবেন, তাঁরাও জানেন, তাঁদেরই ভুলের কারণে বেঁচে থেকেও তিনি ‘মৃত’।
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাঁকে ‘বাঁচানো’ সময়সাপেক্ষ হয়ে গেছে। ভুল করেছেন সমীক্ষা কর্মীরা, আর এখন সেই ভুলের যিনি শিকার হয়েছেন, তাঁকেই বলা হচ্ছে, ‘যথাযথ প্রক্রিয়ায়’ ভুল শোধরানোর আবেদন করলে তাঁরা ব্যবস্থা নেবেন।