ব্রাজিলের শহরে চীনা টিকার সফল পরীক্ষা, নাটকীয় ফলাফল
গবেষকরা বলছেন, এক পরীক্ষার অংশ হিসাবে ব্রাজিলের একটি শহরের প্রায় সব প্রাপ্তবয়স্ক মানুষকে পুরো ডোজ টিকা দেবার পর সেই শহরে কোভিড-১৯এ মৃত্যুর হার ৯৫ শতাংশ কমে গেছে।
সেরানা শহরে বাসিন্দার সংখ্যা ৪৫০০০, যাদের চীনে তৈরি করোনাভ্যাক টিকা দেয়া হয়েছে। গবেষক দলটি বলছে, করোনা ভাইরাসের উপস্থিতি কমে যাওয়ার কারণে যাদের টিকা হয়নি, তারাও সুরক্ষার আওতায় চলে এসেছে।