যমুনার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে রাস্তায় মানুষ
সিরাজগঞ্জের শাহজাদপুরে হঠাৎই যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত পাঁচ দিনে উপজেলার অন্তত ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে আছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ধর্মীয় উপাসনালয়। ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় এসব এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলার পাচিল গ্রামের শাহজাহান আলী (৬২) বলেন, চারবার তাঁর বাড়ি ভেঙেছে। তাঁরা ত্রাণসহায়তা চান না। ভাঙন রোধে স্থায়ী বাঁধ চান।