![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnetherlands-20210603104131.jpg)
সুপার লিগের নাটকীয় ম্যাচে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় ডাচদের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জুন ২০২১, ১০:৪১
আইসিসি বিশ্বকাপ সুপার লিগে সবশেষ দল হিসেবে যাত্রা শুরু করল নেদারল্যান্ডস। তাও কি না শ্বাসরুদ্ধকর এক জয়ের মাধ্যমে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১ রানের অবিশ্বাস্য জয় পেয়েছে পিটার সিলারের দল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বর স্থানে।