না পারি কইতে না পারি সইতে
দুদিনের টানা বৃষ্টিতে আমাদের নাকাল অবস্থা! ছেলেবেলায় মায়ের কাছে এক শ্লোক শুনেছিলাম , “সবে তো ফুলফুলানি, এখনও বাকি গোবর গাদানি” । মায়ের সেই শ্লোক ধরেই বলতে চাই এখনও কিন্তু বরষা রানি ধরায় নামেননি। প্রতিবছর তার সাথে মহব্বতের জাপটাজাপটি করেই পথ চলতে হয় আমাদের। তার অতি ভালোবাসার বর্ষণে আমাদের শহুরে জনজীবন কেমন হয় তা নিশ্চয় সবার জানা কথা। যারা প্রতিদিন জীবিকার অন্বেষণে ছোটেন তাদেরকে যে নাকানি চুবানি খেয়ে ঘরে ফিরতে হয় তা নিশ্চয় ভুলে যাবার কথা নয়!